Breaking

Saturday, May 31, 2025

মায়ের মেয়ের রূপ: এক ছোট্ট স্বপ্নের ৭০ বছরের পূর্ণতা.

 মায়ের মেয়ের রূপ: এক ছোট্ট স্বপ্নের ৭০ বছরের পূর্ণতা




🪔 ভূমিকা (Introduction):
একটি শিশুর মন থেকে জন্ম নেওয়া এক প্রশ্ন...
এক অসহায় বাবার উত্তর...
এক অলৌকিক স্বপ্ন…
আর সেই স্বপ্নের ৭০ বছরের বাস্তব রূপ—এই লেখাটি তেমনই এক ভক্তির, আবেগের ও আশার গল্প।

👣 ১. একটি প্রশ্ন, একটি স্বপ্নের বীজ
একদিন পুজো শেষে ফেরার পথে, ছোট্ট আমি বাবাকে বলেছিলাম—"আমরা যদি নিজের ঘরেই মা দুর্গার পুজো করি আর আমাদের জমিতে চাষ করি, তাহলে কি আমরা ভালোভাবে বাঁচতে পারব?"
বাবা তখন হেসে বলেছিলেন, “আমাদের সে সামর্থ্য নেই রে…”
কিন্তু সেদিনই রাত্রে আমি এক অলৌকিক স্বপ্ন দেখলাম…

🌸 ২. সেই স্বপ্ন: মা এলেন নিজের রূপে
পুকুরের মাঝখানে উজ্জ্বল এক আলো, পদ্মফুলে বসা এক ভিন্ন রূপে মা—ত্রিশূলহীন, সংসার নিয়ে আসা মা। আমি অবাক হয়ে গেলাম এই রূপদেখে।
তিনি বললেন, “কোনো শহুরে আদলে নয়, মুড়ি, লঙ্কা আর অন্ন ভোগ দিস—যেমন করে তোরা সংসার চালাস, তেমনই আমাদের রাখিস।”

🙏 ৩. ভোরের আলোয় সত্য রূপ
ভোরবেলা ঘুম ভেঙে দেখি সবাই ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, আমি অবাক হয়ে দেখি বাবার হাতে সেই মূর্তি। যার সাথে শেষ কথা টা সম্পূর্ণ হবার আগেই ভোর এর আলো ফুটে উঠেছে সেই মূর্তি মা দুর্গা, বাবা মহাদেব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক—সকলেই একসাথে। যেই মূর্তি তে আমরা কিছু দিন আগে শহরে পুজো করে আসলাম সেই এক চোখ কিন্তু একটু অন্য রকম সাজ । 
সেদিন থেকে শুরু হয়েছিল আমাদের মা দুর্গার নিত্য পুজো।
আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের সংসারের সদস্যা।

🌾 ৪. ধান-চালের পুজো ও সংসার
সেই ছোট্ট জমি এখন ফলায় ধান মা'র জন্য অন্নভোগ, মুড়ি, খই বানানো হয় ।
আমরা যেখানে আগে এক বেলা খেতে পারতাম না, এখন চার বেলাও অন্ন থাকে।

🔥 ৫. ৭০ বছর পরের অষ্টমী
আজ আমি ৭৮ বছরের এক বৃদ্ধ। চোখে কম দেখি, পুজোর পুঁথি পড়া হয় না, কিন্তু আমার ছেলে পুজো করে, ধুমধাম করে অষ্টমী পালিত হয়। 
সেই মা—আমার ছোটবেলার মা—এখন সারা গ্রামের মা হয়ে উঠেছেন।

🎉 ৬. মা এখন সকলের
গ্রামে আর কেউ না খেয়ে থাকে না। সবাই মিলে বড়ো করে পুজো হয়, ঢাক-ঢোল, আনন্দ, সেবা—সব মিলিয়ে যেন মা নিজের সন্তানদের নিয়ে এক আনন্দময় সংসার গড়ে তুলেছেন।

🕊️ উপসংহার (Conclusion):
মা কখনও আসেন অসুর বিনাশ করতে, কখনও সন্তানের রূপে, আবার কখনও মেয়ে হয়ে...
আমরা শুধু চাই—এই আশীর্বাদ যেন সারাজীবন আমাদের সঙ্গে থাকে।
মা, তুমি আমাদের সংসারের মা, গ্রামের মা, হৃদয়ের মা।
ভালো থেকো মা, আমাদের আশীর্বাদ করো, যেন তোমার পুজো করে আমরা সবাই ভালো থাকি।

📢 শেষে একটি আহ্বান (CTA - Call to Action):
আপনারাও কি কখনও এমন কোনও অলৌকিক অনুভব করেছেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ❤️

No comments:

Post a Comment

Advertise Here
728 × 90 Leaderboard | Reach thousands daily
📩 Contact Us