Breaking

Monday, June 2, 2025

সংসার : আমার ছিল, তবু ছিল না

 সংসার : আমার ছিল, তবু ছিল না


একটি স্ত্রীর ২৫ বছরের দাম্পত্য জীবনের না বলা গল্প।



📅 প্রকাশের তারিখ: ১ জুন ২০২৫


 ✍️ *লেখিকা* : একজন অবহেলিত স্ত্রী


 ✨ *পরিচয়* :


আজ আমাদের বিবাহের ২৫ বছর পূর্ণ হলো। একটা সময় ছিল, যখন ভাবতাম এটাই আমার সংসার, আমার পৃথিবী। ছেলে এখন দশম শ্রেণিতে পড়ে, মেয়ে কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওদের বড় হতে দেখে গর্ব হতো, কিন্তু আজ শুধু শূন্যতা।

🌸 এক বসন্তের শুরুতে শুরু হয়েছিল আমার আর বাবুর বাবার আলাপ হয়েছিল শান্তিনিকেতন এ,  আমি গিয়েছিলাম পরিবারের সঙ্গে, আর ও গিয়েছিল বন্ধুদের নিয়ে। সেখানেই প্রথম দেখা, আলাপ এবং ধীরে ধীরে প্রেম। 


পরিবারের অসম্মতি সত্ত্বেও আমরা বিয়ে করেছিলাম। প্রথম দিকে আমার বাবা-মা কিছুটা মানতে পারেনি, তাদের এক মাত্র ছোট মেয়ে পালিয়ে বিয়ে করেছে এটা মেনে নেয়া তাদের অসম্ভব ছিল। কিন্তু  আমার ছেলের জন্মের পর সবাই মেনে নিয়েছিল। তখন ভেবেছিলাম আমার দাম কি তবে কিছুই নেই, এত দিনে একবারও আমার খোঁজ নেই নি আমি কেমন আছি ।

মুখ বন্ধ করে সবটা মেনে নিয়েছি।সব কিছু সুন্দর ভাবে হচ্ছিল। ছেলের অন্যপ্রাসনে বাবা মা দাদ এসেছিল।

আমি বাপের বাড়ি যেতে পারিনি বিয়ের পর থেকে, 

ছেলে মেয়ের স্কুল, ওদের বাবার অফিস, শশুর শাশুড়ি আমার সংসার ছেড়ে যেতে পারিনি ।

ইচ্ছে ছিল এই বছর ভাইফোঁটার সময়  সপরিবারে গিয়ে বড় দাদার সামনে দাঁড়াবো, 

যে দাদা আমি বিয়ে করেছিলাম বলে আমাকে ওই ঘরে ঢুকতে বারণ করেছিল ওর সামনে গিয়ে। এসব কিছু আমি ভেবে রেখেছিলাম।


শুধু শ্বশুর-শাশুড়ি ছিলেন ব্যতিক্রম। তারা আজও আমাকে মেনে নেয়নি।  তাদের দেখা পাত্রী কে বিয়ে না করে  আমাকে কেনো বেচেছে, কিন্তু এতে তাদের ছেলের কোনো দোষ নেই, আমি নাকি ছেলেকে রাজি করিয়ে বিয়ে টা করিয়েছি।


🏡 সংসারের প্রতিদিন :


ঘুম থেকে উঠে রান্না, ছেলে-মেয়ের স্কুল, ওর বাবার অফিসের টিফিন, বাজার করা, রান্না করা, ঘরপরিষ্কার পরিচ্ছন্নতা—সব কিছু একা সামলাতাম। কখনও লোক রাখিনি, কারণ ওর উপর চাপ পড়ে যাবে, এই ভেবেই।

একবার মেয়ের প্রচণ্ড জর ওর বাবা অফিস এর কাজে বাইরে গিয়েছে, বাবু অনেক ছোট ওকে কোলে নিয়ে আমি সারারাত মেয়ে কে নিয়ে হাসপাতালে মেয়ের চিকিৎসা করালাম, 

আর বাবু ছোট থেকেই ঠান্ডা লাগা, জর, পেট  ব্যাথা, এসব নিয়ে ভোগে, আমি সারারাত ওর মাথা গোড়ায় বসে থাকি।

আমার কাছে আমার সংসার, আমার ছেলে মেয়ে, ওর বাবা খুব দামি, আমার জীবনের সব টুকু দিয়ে ওদের আগলে রাখতে চাই।


আমার বানানো সাদা আলুর তরকারি আর লুচি খেতে চাইত ছেলে। মেয়েটা একটু বাবার মতো—বাইরের খাবার পছন্দ করত।

সব কিছু খুব ভালো ভাবেই কাটছে, আমার সংসার আমি নিজের মতো করে খুব মজা করেই কাটাচ্ছি ।


 

📚 প্রেমের গল্প পড়তে ভালোবাসেন? এখনই Kindle Unlimited ফ্রি ট্রায়াল নিন এবং হাজার হাজার বাংলা বই পড়ুন।

💔 একটি অনাহূত রাত


ওর প্রমোশন হয়েছে, খুব আনন্দ হচ্ছে, জানালো আজ রাতে বাড়িতে বড় করে পার্টির সব আয়োজন করতে । ওর অফিসের অতিথি আসবে ,কেক  আনা হলো , কেক টা যদিও ওর অফিসের একজন খুব প্রিয় অথিতি নাকি নিয়ে এসেছে শুনলাম গান, পার্টি হই হই করছে সবাই , খুব আনন্দ করছে, ছেলে মেয়ে, শশুর শাশুড়ি আর ওর অফিসের লোকজন সবাই।

 আমি রান্না ঘরে দাঁড়িয়ে ছিলাম, ভাবছিলাম কখন ওর মুখে শুনবো, "এই আয়োজন আমার বউ করেছে।"


কিন্তু তা হলো না।



সুন্দর করে টেবিল সাজিয়ে কেক কাটিং হবে, ভাবলাম আবার আমায় ডাকবেই ।

 ছেলে কোনো একটা কাজে রান্না ঘরে ঢুকেই আমাকে দেখে বললো উফফ সরো তো, সারা।গায়ে হলুদ মেখে দাড়িয়ে আছো।

সরে দাঁড়াও।

আমি চুপ হয়ে তাকিয়ে রয়েছি। আর ওদের পার্টি দেখছি।


ওর পাশে দাঁড়িয়ে ছিল অফিসের এক সুন্দরী সহকর্মী। তাকেই নিজের হাতে কেক খাইয়ে দিলো ও। আমার উপস্থিতি যেন কারো চোখে পড়লো না।

আমি যেই ওখানে যেতে যাবো ভাবলাম....

শ্বশুর বলল, “এই কালি-ঝুলি মাখা সুতির শাড়ি পরে, ওদের মাঝে গিয়ে আর দাঁড়িও না।”

ছেলেটাও বলল, “উফ মা, একটু সরে দাঁড়াও, গা থেকে গন্ধ বেরোচ্ছে।”


 🕯️ অবহেলা শুরু

 পার্টি শেষ হলো, আমি সব কাজ গুছিয়ে যখন শুতে গেলাম, দেখলাম ও কারো সাথে কথা বলছে, পার্টি কেমন হলো তাই নিয়ে, 

আমি যখন ক্লান্ত শরীর নিয়ে শুতে গেলাম ও বলে উঠলো উফফ গোটা গা থেকে বাজে গন্ধ বেরোচ্ছে, এতে নাকি ওর ঘুম হবে না, আমাকে সোফায় শুতে বললো ।

বুকের ভেতর টা তোলপাড় হয়ে যাচ্ছে,এত কষ্ট সহ্য করার শক্তি দিও ভগবান।


পরের দিন থেকে বদলে গেলো সব কিছু। কথাবার্তা কমে গেলো, ওর অফিস কলিগের আমাদের বাড়িতে আনাগোনা বাড়তে থাকলো।


ছেলে-মেয়েও এখন আমার সঙ্গে বিশেষ কিছু ভাগ করে না। তারা অপেক্ষা করে কবে  তাদের বাবার বান্ধবী তাদের জন্য খাবার নিয়ে আসবে।


আমার হাতের রান্না পড়ে থাকত, ডাস্টবিনে যেত।


 ⚖️ বিচ্ছেদের বসন্ত

এখন আমার ছেলে মেয়ের কারো কাছেই আমার জন্য সময় নেই, তাদের কাছে আমার কোনো দাম নেই।

তারা এখন আমার থেকে ওদের নতুন আণ্টি র কাছে ভালো থাকে, 

তাই তারা বিচ্ছেদ চাই।

মেয়েকে জিজ্ঞাস করেছিলাম আমার সাথে যাবি, বললো সরি মা।

তুমি সেই পুরোনো আমলের মতো  বিহেভ করোনা, এখন এই আধুনিক যুগে সব কিছু হয়।

বাপির ভালো লাগেনি তোমার সাথে থাকতে আর আমার ভালো লাগবে ?

নো ওয়ে....


আজ আবার একটি বসন্ত। সেই যেমন সময়ে বাবুর বাবার সাথে আমার দেখা হয়েছিল ঠিক ওরম ই। তবে আজকের বসন্ত টা একটু আলাদা।

তবে আজ এক উকিল আসবেন—আজ আমার ডিভোর্স।


ছেলে-মেয়ে, ওর বাবা—কারো কাছেই আর আমার প্রয়োজন নেই। ওর ইচ্ছা সেই মহিলার সাথে নতুন জীবন শুরু করা। আমি চুপচাপ সরে দাঁড়ালাম।


উকিল বাবু জিজ্ঞাসা করেছিলেন আমি কী চাই?

আমি বলেছিলাম,শুধু ওই সিঁদুর কৌটোটা আর শাঁখা-পলা পরে থাকতে চাই

আর কিছু নয়।

উকিল সাহেব জিজ্ঞাস করেছিল কেনো ?

শুধু এই টুকু.….

হ্যাঁ কারণ শাঁখা পোলা আর সিঁদুর না পড়লে বাবুর বাবার অমঙ্গল হবে যে।

সব কিছু শেষ করে পা বাড়ালাম নতুন এক পথে, যে পথ আমার কাছে অচেনা, বাইরে দাঁড়িয়ে পেছন ফিরে শেষ বারের মতো আমার নিজের হাতে বানানো সংসার টা দেখে নিলাম।এই সংসার আর আমার নয়। চোখের সামনে আমার ভীষন প্রিয় মানুষ গুলো কেমন করে পর হয়ে গেলো ।


এই ব্যস্ত জীবনের মাঝে নিজের জন্য একটু সময় বের করাই কঠিন হয়ে পড়ে। তবে ঘরে বসে বিনোদন, শেখা, কেনাকাটা – সবকিছুই এখন সহজ! আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অসাধারণ অ্যামাজন অফার, যেগুলো আপনি মিস করতে চাইবেন না!

🎧 শুনুন প্রিয় বাংলা গল্প — Audible

আপনি কি জানেন এখন বাংলা গল্প শুধু পড়াই নয়, শোনা যায়? Audible-এ হাজারো বাংলা অডিওবুকের সম্ভার। এখনই ফ্রি ট্রায়াল নিয়ে শুনতে শুরু করুন:

Free Bengali Audiobooks with Audible

🎬 বাংলা সিনেমা আর ওয়েব সিরিজ — Prime Video

পছন্দের বাংলা সিনেমা বা হিন্দি ওয়েব সিরিজ? Amazon Prime Video-তে সব আছে! আজই ট্রায়াল নিন:

Watch Bengali Movies on Prime Video

🛍️ প্রতিদিনের ডিল — Amazon Great Deals

প্রতিদিন অ্যামাজনে চলে হাজারো ডিসকাউন্ট অফার! আজকের ডিলগুলো একবার দেখে নিন:

Today's Amazon Deals

👗 নতুন ফ্যাশন, নতুন আপনি — Amazon Fashion

নতুন জামা, জুতো, শাড়ি কিংবা ক্যাজুয়াল পোশাক — Amazon Fashion সব দামে আর স্টাইলে পাবেন।

Shop Trendy Fashion on Amazon

📱 টেকনোলজির দুনিয়া — Amazon Electronics

নতুন মোবাইল, হেডফোন বা ল্যাপটপ কিনতে চাইলে এখনই ভিজিট করুন Amazon Electronics সেকশন:

Buy Electronics on Amazon India

বন্ধুরা, এই সব অফার আপনার গল্প পড়ার আনন্দকে আরও রঙিন করে তুলবে। আপনার পছন্দ হলে অবশ্যই শেয়ার করুন! ❤️

💬 শেষ কথা


আমরা মেয়েরা বলি, “আমার সংসার।” আমার সংসার'"

কিন্তু সত্যি কি কোনো কিছুই আমাদের হয়?


জলের মতো আমরা পাত্র বদলাই। স্বামী পাশে না থাকলে সেই সংসার, সেই পরিবার, সেই দেয়াল—সবই পর।


আজ আমি ২৫ বছরের সংসার ছেড়ে বেরিয়ে এলাম,

কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম—

👉 **সংসার কি একা একজন নারীর হয়?**



 📢 আপনি কী ভাবছেন?


এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে মন্তব্যে জানাতে ভুলবেন না। আর এমন আরও বাস্তব জীবনের গল্প পড়তে চোখ রাখুন আমাদের ব্লগে।


No comments:

Post a Comment

Advertise Here
728 × 90 Leaderboard | Reach thousands daily
📩 Contact Us